১৫ নভে ২০২৫, শনি

হোয়াটসঅ্যাপ থেকে দেখা যাবে ফোনের স্টোরেজ!

অফিসের কাজ থেকে শুরু করে বন্ধুর সঙ্গে আড্ডা—সব জায়গায় হোয়াটসঅ্যাপ এখন অবিচ্ছেদ্য অংশ। তাই ব্যবহারকারীর সুবিধার কথা ভেবেই নিয়মিত নতুন নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপ। এবার এসেছে এমন এক ফিচার, যেখানে ফোনের স্টোরেজ ম্যানেজ করা আরো সহজ করে দেবে।

কিভাবে কাজ করে ফিচারটি

প্রথমে অ্যানড্রয়েডের ২.২৫.৩১.১৩ ভার্সনে দেখা মিলেছিল ফিচারটির, এখন এটি আইওএস-এও চালু হয়েছে। নতুন আপডেটে স্ক্রিনে এমন অপশন যুক্ত হয়েছে, যেখানে ইউজাররা সহজেই ফোনের ডেটা ও স্টোরেজ তথ্য দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে চ্যাটে জমে থাকা বড় ফাইলগুলো দেখা, বাছাই করা ও মুছে ফেলা যাবে এক ক্লিকেই। এমনকি সবচেয়ে পুরনো, সবচেয়ে নতুন বা সবচেয়ে বড় ফাইল—যেভাবে চান, সেভাবেই সাজিয়ে দেখতে পারবেন ইউজাররা। এতে ফোনের মেমরি খালি রাখা অনেক সহজ হবে।

বর্তমানে এই ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু হলেও, শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।

ভারতীয় অ্যাপ ‘আরাত্তাই’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা

সম্প্রতি ভারতের মেসেজিং অ্যাপ ‘আরাত্তাই’ জনপ্রিয়তায় হোয়াটসঅ্যাপকে ছাড়িয়ে গেছে। ২০২১ সালে চালু হওয়া এই অ্যাপের নাম ‘আরাত্তাই’ শব্দটি তামিল। এর অর্থই হলো ‘চ্যাট’। এতে হোয়াটসঅ্যাপের মতোই মেসেজিং, ছবি-ভিডিও পাঠানো এবং কলিং সুবিধা রয়েছে। দ্রুত বাড়তে থাকা ইউজারের কারণে এটি এখন অ্যাপ স্টোরে শীর্ষস্থানে।

এ অবস্থায় হোয়াটসঅ্যাপের নতুন এই স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচারকে সংস্থা নিজেদের জনপ্রিয়তা ফেরানোর বড় হাতিয়ার হিসেবেই দেখছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *