বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২ (সংশোধিত-২০২৩)’ জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২’ জারি করা হয়েছিল। এবার সেই নীতিমালাটি সংশোধন করল শিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত নীতিমালাতেও শিক্ষা বোর্ডগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো এ নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান করবে।
তবে কোনো আবেদন নীতিমালার বিধি-বিধান সাপেক্ষে না মঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে না মঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে।
আপনার মতামত লিখুন :