যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সেই রাত ছিল সভ্যতার ইতিহাসের ভয়ঙ্কর রাত। শুধুমাত্র ২৫ মার্চ রাতেই প্রায় ১ লাখ নিরীহ মানুষকে বিনাবিচারে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী, যা গণহত্যার ইতিহাসের জঘন্যতম ঘটনা। তাই ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই হবে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত ‘কালরাত্রি স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শেখ পরশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশে জন্মেছিলেন- এটা আমাদের সৌভাগ্য। তার অপ্রতিরোধ্য প্রতিবাদ ও সাহসী সংগ্রামের ফলে আমরা দেশের মানুষকে হায়নাদের গ্রাস থেকে রক্ষা করতে পেরেছি। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আজ অনেকে গণতান্ত্রিক অধিকারের কথা বলছে। তাদের কাছে জানতে চাই- ১৯৭১ সালে যখন রাজাকার, আলবদর, হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছে, ধর্ষণ, অগ্নিসন্ত্রাস করেছে তখন এসব প্রশ্রয়দাতার ভূমিকা কী ছিল? ২৫ মার্চের গণহত্যা কেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায় না? এ ব্যাপারে কেন তারা প্রশ্ন তোলে না?
যুবলীগের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ। এই দেশের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তার উদার গণতান্ত্রিক, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করতে হবে। তা না হলে আমরা উন্নয়নশীল, মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবো না।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, শিক্ষাবিদ, লেখক, গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
আপনার মতামত লিখুন :