বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০১৯, ১০:৩৯ অপরাহ্ন /
বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন
নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:”সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে”- এইপ্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশসাকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। র‌্যালী শেষে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক সরদার মাসুদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ করেছে।তথ্যপ্রযুক্তির এই যুগে সরকারি সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার বদ্ধ পরিকর। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেবাপ্রদানের মান আরও বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করেন বক্তারা।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান