নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফর সফল করতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল সমন্বিত অগ্রবর্তী টিম (৫ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছান।
টুঙ্গিপাড়ায় পৌঁছে সর্বপ্রথম মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন নেতারা। এসময় তারা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) প্রথমবারের মত দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল অগ্রবর্তী টিমে ৫ জানুয়ারী টুঙ্গিপাড়ায় যান।
৭ জানুয়ারি ২০২৩ শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতি শেখ হাসিনা এমপির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :