বগুড়া-৬ আসনের আসন্ন উপ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ১:৩১ অপরাহ্ন /
বগুড়া-৬ আসনের আসন্ন উপ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা
নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাগেবুল আহসান রিপুকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ৯টায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম.আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ্ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদ সদস্য মেহেদী হাসান রবিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান স্মরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।