সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ জানুয়ারি) শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশম জাতীয় সংসদ চিফ হইপ আ.স.ম ফিরোজ এমপি। সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস ।
যৌথ কর্মী সভায় নেতৃবৃন্দ আগমন উপলক্ষে শুভেচ্ছা
জানিয়ে ইউনিয়নের সদরস্থ এলাকায় তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। নেতৃবৃন্দর ছবি সহ এসব ব্যানারে নেতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরা হয়েছে।
কর্মী সভা শুরুর পূর্ব থেকেই অনুষ্ঠানস্থলে কর্মী সভা সফল করার লক্ষে নেতৃত্বে পৃথক পৃথক মিছিলে নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউং কমান্ডার মশিউর রহমান লাবলু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুল কাসেম , সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম , উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল আলম হাওলাদার, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সেচ্ছাসেবী লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সবুজ খান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মামুন বিশ্বাস, বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন মোল্লা, নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মৃধা, সহসভাপতি সরদার মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক ফরাদ হোসেন খান, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কবির উজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান কুট্টি, সদস্য মোঃ সামছুল রহমান মৃধা, নওমালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব পঞ্চায়েত, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার, আলমগীর হোসেন মেম্বার, আদাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান , সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , সহসভাপতি হারুন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ওঝা, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মনজু খান,সাংগঠনিক ফয়সাল মৃধা, সাংগঠনিক সম্পাদক হাসান দফাদার , সহসভাপতি আবদুল রহিম খান, দপ্তর সম্পাদক আল-আমীন সরদার , ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন তালুকদার, সাধারণ সম্পাদক ফয়েজ বিশ্বাস, আবদুল রশিদ খান ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি পলাশ শিকদার, ছাত্রলীগ নেতা সাজিব গাজী সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :