আজকালের কন্ঠ ডেস্ক : জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় রোধে তদন্ত কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সরকার গণশুনানি ছাড়াই এক মাসের মধ্যে দু’বার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ম্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ। এর সঙ্গে বারবার বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।
গণফোরাম সভাপতি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :