ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে কাদেরের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন /
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে কাদেরের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে সেতুমন্ত্রী তার নিজের বেশ কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘শুভ ভালোবাসা দিবস।’

ওবায়দুল কাদের এই স্ট্যাটাস দেওয়ার মাত্র কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। অনেকেই কমেন্ট বক্সে তাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী লিখেছেন, ‘ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা রইল লিডার।’

সংগীত শিল্পী এসডি রুবেল লিখেছেন, ভালোবাসার অফুরন্ত রঙে বর্ণিল হোক আপনার ভালোবাসা দিবস। দীর্ঘজীবন এবং সুস্থতায় জড়িয়ে থাকুক পৃথিবীর সবচাইতে দামি উপহার ‘মানুষের অকৃত্রিম ভালবাসা’।

ওবায়দুল কাদেরের ওই স্ট্যাটাসে ইতোমধ্যে পৌনে দুই লাখ লাইক, ৩০ হাজার কমেন্ট এবং ২৮ হাজার শেয়ার হয়েছে।