জন্মনিবন্ধন ফি দেওয়া যাবে মোবাইলে


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন /
জন্মনিবন্ধন ফি দেওয়া যাবে মোবাইলে
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জন্মনিবন্ধনের ফি নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এটি চালু হলে নাগরিকরা বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

এতে সভাপত্বি করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।সম্প্রতি জন্মনিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের পরিচালক বলেন, জন্মনিবন্ধন সংশোধন কিংবা আবেদনের ফি ট্রেজারি চালান অথবা নগদ জমা দিতে হয়। এর ফলে বিষয়টি অনেক জটিল ও সময়সাপেক্ষ হয়ে ওঠে। ফি জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং প্রক্রিয়া রাখতে হবে।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল উল্লেখ করেন, পেমেন্ট গেটওয়ে চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই এটি কার্যকর হবে বলে অর্থ বিভাগ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।