‘পুষ্পা টু’ সিনেমার শুটিং বন্ধ


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ২:১৮ অপরাহ্ন /
‘পুষ্পা টু’ সিনেমার শুটিং বন্ধ
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। কয়েক মাস শুটিং শুরু করেন নির্মাতারা। শুটিংয়ে অংশ নিয়েছেন আল্লু অর্জুন-রাশমিকাও। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তেলেগু ভাষার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। কয়েক মাস আগে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু এখন সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে, আগামী ৩ মাস দৃশ্যধারণের কাজ হবে না।

এতদিন শুটিং করার পর আকস্মিকভাবে কেন বন্ধ করে দিলেন শুটিং? কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত সিনেমাটির যত শুটিং হয়েছে তা নিয়ে সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। এসব দৃশ্যের শুটিং পুনরায় করতে চান তিনি। এজন্য আগামী ২-৩ মাস শুটিং থেকে দূরে থাকবেন আল্লু অর্জুন।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

প্রসঙ্গত, প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হচ্ছে ৪০০ কোটি রুপি।

সূত্র : বলিউড লাইফ ডটকম