‘পাঠানের’ পোস্টারে রিঙ্কুর মুখ জুড়লেন শাহরুখ খান


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৩, ২:০০ অপরাহ্ন /
‘পাঠানের’ পোস্টারে রিঙ্কুর মুখ জুড়লেন শাহরুখ খান
নিউজটি শেয়ার করুন

অনলাইন ডেস্ক : রবিবার সন্ধ্যায় অবিশ্বাস্য এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। শেষ ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়েছেন রিঙ্কু সিং। ২৫ বছর বয়সী ক্রিকেটার একদিনেই নায়ক বনে গেছেন। রিঙ্কু সিং। গুজরাট টাইটান্সের রশিদ খানের অসাধারণ হ্যাটট্রিকও এদিন ম্লান হয়ে গেছে রিঙ্কুর ঝড়ের কাছে।

শাহরুখ খান রিঙ্কুকেই বানিয়ে দিলেন ‘পাঠান’। ম্যাচের পর ‘পাঠান’ সিনেমার পোস্টারে শাহরুখ নিজের মুখ সরিয়ে বসিয়ে দিলেন রিঙ্কুর মুখ। টুইটারে সেই ছবি পোস্ট করে কিং খান ক্যাপশনে লিখেছেন, ‘ঝুমে জো রিঙ্কু!! আমার বেবি রিঙ্কু, নীতিশ, ভেঙ্কটেশ তোমরা সত্যিই সুন্দর। মনে রেখো আর বিশ্বাস রাখ- সেটাই সব। শুভেচ্ছা কেকেআরকে। ভেঙ্কি মাইসোর নিজের হৃদয়ের খেয়াল রাখবেন স্যার’। ভেঙ্কি মাইসোর হলেন কেকেআর টিমের সিইও।