বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। দাম্পত্যজীবনের একযুগ পর গত বছর ৫ জানুয়ারি তিশা-ফারুকী দম্পতির কোড়জুড়ে আসে ইলহাম নুসরাত ফারুকী। এর পর থেকে অভিনয়ে বিরতি নিয়ে মেয়ের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তিশা।
সম্প্রতি তিশার কাছে ঈদের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, সামনে ঈদ উপলক্ষ্যে যতকিছু পরিকল্পনা আছে, তার সবকিছু মেয়ে ইলহামকে নিয়ে। ভালোভাবে, সুস্থভাবে, নিরাপদে ঈদ পালন করব মেয়ে ইলহামকে নিয়ে।আপাতত এ পরিকল্পনায় আছে।
মেয়ে সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ইলহামের প্রত্যেকটা মুহূর্ত আমি শিখছি, শিখাচ্ছি এবং ওর কাছ থেকে অনেক কিছু শিখছি। খুবই ভালো লাগছে। এটা চমৎকার অনুভূতি। আলহামদুল্লিাহ ইলহামের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়ে বড় হয়।
আপনার মতামত লিখুন :