অপু বিশ্বাস-বুবলী মুখোমুখি


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ৭:৪১ অপরাহ্ন /
অপু বিশ্বাস-বুবলী মুখোমুখি
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং বর্তমান স্ত্রী শবনম বুবলী। তাদের মধ্যে কথার লড়াই লেগেই আছে।

বুবলীর জন্মদিন ঘিরে প্রকাশ্যে আসে অপুর সঙ্গে তার ভার্চুয়াল দ্বন্দ্ব। এটি শুরু হয় গত বছরের নভেম্বরে। এরপর নানা ইস্যুতে চলতে থাকে একে অন্যকে উদ্দেশ্য করে পোস্ট।

তবে এবার এই দুই তারকা ফের ‘মুখোমুখি’ হচ্ছেন। ঈদে প্রেক্ষাগৃহে অপু অভিনীত ‘লাল শাড়ি’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’ মুক্তির তালিকায় রয়েছে। অন্যদিকে বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও ‘লোকাল’ দুটি সিনেমা মুক্তি পাচ্ছে।

ইতোমধ্যে তাদের ভক্তরা দুই ভাগ হয়ে গেছেন। অপুর ফ্যান গ্রুপে ভক্তরা মন্তব্য করছেন- ‘ঈদে প্রিয় নায়িকা, ঢালিউড কুইন অপুর সিনেমাই দর্শক দেখবেন।’ অন্যদিকে বুবলী ভক্তরা প্রিয় নায়িকাকে শুভকামনা জানিয়ে মন্তব্য করছেন- ‘বুবলীই এগিয়ে থাকবেন। দুটি সিনেমাই হিট হবে।’

বুধবার ‘লাল শাড়ি’ ছবির ‘রঙে রঙে সঙে সঙে’ গানটি প্রকাশ পেয়েছে। বৈশাখী মেলার আবহে জমজমাট গানটি অপুর ভক্ত-অনুসারীরা উপভোগ করছেন।

এদিকে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘লোকাল’ সিনেমার ট্রেইলার। সোমবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘লোকালের’ প্রথম গান ‘খেলা হবে’।

ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির খবরে বেশ আগ্রহ দেখিয়েছেন প্রেক্ষাগৃহ মালিকরা। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইফ চন্দন।

অপরদিকে বুবলী এখন সিনেমা দুটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ‘গানটি সবার মধ্যে একটা ঈদের আমেজ তৈরি করেছে। আমার নিজের মধ্যেও এখন ঈদের আমেজ কাজ করছে। আশা করছি, এ সিনেমা ঈদে বড়পর্দায় দর্শকদের দ্বিগুণ আনন্দ দেবে।’