শিল্পী আকবরের মেয়েকে চলচ্চিত্রের সুযোগ করে দেবেন ডিপজল


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৩, ৭:১৩ অপরাহ্ন /
শিল্পী আকবরের মেয়েকে চলচ্চিত্রের সুযোগ করে দেবেন ডিপজল
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ইত্যাদির মাধ্যমে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে রাতারাতি তারকা বনে যান রিকশাচালক আকবর। এরপরের সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক নানা জটিলতায় গেল বছরের ১৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান আকবর।

তবে বিভিন্ন সময় এই শিল্পীর পাশে ছিলেন চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি আকবরের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাকে চলচ্চিত্রের গানেও সুযোগ করে দেবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

ডিপজল বলেন, আকবর অনেক ভালো ছিল। আমার ফুলবাড়িয়া বাড়ির এই রাস্তায়ই কিছুদিন থেকেছে। মাঝেমধ্যে আমার এখানে আসতো। আমি যখন যতুটুকু পেরেছি সহযোগিতা করেছি তাকে।

এক প্রতিবেদনে আকবর বলেছিলেন, ‘স্বপ্ন দেখি আমার মেয়ে একদিন বড় শিল্পী হবে। আমি যা পারিনি আমার মেয়ে যেন তা করতে পারে। সবার কাছে এই দোয়া চাই।’

বাবার স্বপ্ন পূরণ করতেই নিয়মিত গানের চর্চা করেন আকবরের মেয়ে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে আকবরের পাশে থাকবেন বলে জানান ডিপজল।