ফের শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ২২, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন /
ফের শাকিবের গোপন তথ্য ফাঁস করলেন অপু
নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের মাঝে সম্পর্ক এখন যোজন যোজন দূর। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। একসময়ের এই সফল তারকাজুটির একমাত্র পুত্রসন্তান আব্রাম খান জয় মা অপু বিশ্বাসের কাছে বেড়ে উঠছে।

ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন অপু।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন।তিনি শাকিব খানের কোনো ক্ষতি চান না বলে জানিয়েছেন। এ সময় প্রাক্তন স্বামীর নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এ নায়িকা।