মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে যা বললেন সৃজিত


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মে ২৯, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন /
মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে যা বললেন সৃজিত
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : নন্দিত অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে মুখ খুলেছেন নির্মাতা সৃজিত মুখার্জি।শোবিজে হঠাৎ গুঞ্জন ওঠে বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি।

এতোদিন বিবাহ-বিচ্ছেদের বিষয়টি বেশ চর্চায় থাকেলও চুপ ছিলেন সৃজিত। বরং এসবে কান না দিয়ে মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন গুণী এই নির্মাতা।

তবে অপেক্ষার অবসান ঘটিয়ে সেখান থেকে সম্প্রতি এক গণমাধ্যমে সৃজিত বলেন, আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তিই নেই। বর্তমানে আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।

এর আগেও গেলো বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার। সে সময় মিথিলা দাবি করেন, খবরটি সম্পূর্ণই মিথ্যা, অনৈতিক।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা সৃজিত-মিথিলা। বিয়ের দিন শুধুমাত্র তাদের পরিবারের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।

সূত্র : নিউজ১৮