বিনোদন ডেস্ক : এবার ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দেশের গুণী অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন। কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার জনরার এই চলচ্চিত্রের একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন তিনি, পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
গত শনিবার (১০ জুন) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস। মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন।
আপনার মতামত লিখুন :