যে কারণে অভিনয় থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছেন : মেহজাবীন


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৭:২৭ অপরাহ্ন /
যে কারণে অভিনয় থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছেন : মেহজাবীন
নিউজটি শেয়ার করুন

আজকালের কন্ঠ ডেস্ক : এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন টিভি নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তবে এই সময় এই অভিনেত্রীর অভিনয়ের ব্যস্ততা আগের মতো নেই। নিজেকেও কিছুটা আড়াল করে রেখেছেন তিনি।

নিজেকে অভিনয় থেকে কিছুটা গুটিয়ে নেয়া পেছনে কারণ হিসেবে মেহজাবীন বলেন, ‘আমি মূলত যে ধরনের চরিত্রে কাজ করতে চাই, তেমনটি পাচ্ছি না। একঘেয়েমি কাজ করতে আর ভালো লাগে না। কাজে ভিন্নতা প্রয়োজন। তাই আপাতত অভিনয় থেকে একটু দূরে আছি।’

অভিনয়কে বিদায় জানাবেন কিনা এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘অভিনয় দিয়েই দেশের মানুষ আমাকে চিনেছে। আর এটি আমার ভালো লাগার জায়গা। অভিনয় থেকে কখনও দূরে থাকা সম্ভব না। তাই যেকোনও মাধ্যমেই ঘুরে ফিরে ভক্ত-দর্শকরা আমাকে অভিনয়েই পাবে।’

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে মেহজবীন অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’র শেষ অধ্যায়। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। মেহজাবীন ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশো, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।