গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানার বাড়ী বেড়াতে এসে ডোবার পনিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামের দুই শিশুর মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে। সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা। আর পলি খাতুন রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার কন্যা। তার দু’জনই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়ীতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ছেলে-মেয়েদের সাথে খেলার সময় বাড়ীর পার্শ্বে বালু তোলার পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায়। অপর সঙ্গী বাড়ী এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে মৃত্য অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থলে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান মৃত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মরদেহ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :