ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়ায় গৃহবধু রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার দায়ে মোজাম্মেল হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত(২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.মাসুদুর রহমান এ রায় ঘোষনা করেন।
রায়ে মোজাম্মেল হকের ছোট ভাই আবদুল হককে খালাস প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.ম.ম মোস্তাফিজুর রহমান মনু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সুত্রে জানাগেছে, ২০১৪ সনের ২৬ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার আওরাবুনিয়া গ্রামের মোজাম্মেল হক ছেলে সজিব ও মোজাম্মেল হকের ছোট ভাই আবদুল হকসহ ৬জন মিলে প্রতিবেশি আবদুল মান্নান হাওলাদারের ঘরে ঢুকে তার স্ত্রী রেহেনা বেগম (৩২) কে একা পেয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরের দিন ২৭ নভেম্বর নিহত রেহেনা বেগমের স্বামী আবদুল মান্নান হাওলাদার বাদী হয়ে মোজাম্মেল হকসহ ৬জনকে আসামী করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সনের ১৬ জুন জেলা গোয়েন্দা সংস্থা (সিআইডি) পরিদর্শক শেখ আবুল খায়ের ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট (সিএস) দাখিল করেন। আসামী সজিব অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আলাদা আদালতে দোষীপত্র দাখিল করা হয়। আদালত ২৪ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন।
রাস্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ.ম.ম মোস্তাফিজুর রহমান মনু। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আবদুল্লাহ আল-আমিন পলাশ। শিশু আদালতে আগামী ৩০ জুলাই শিশু সজিবের রায় ঘোষনা দিন ধার্য রয়েছে।
আপনার মতামত লিখুন :