গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন /
গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানের স্বতন্ত্র প্রার্থীকে
নিউজটি শেয়ার করুন

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন সামনে রেখে ক্রমেই সংঘাত বাড়ছে। দেশটির খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় রেহান জেব খান নামের এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে এমন হত্যার খবর এল। আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এদিকে সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই আরও বড় দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তোশাখানা মামলায় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।