মিশর ও কাতার গাজায় যুদ্ধ বন্ধ পাশাপাশি বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে বৃহস্পতিবার কায়রোতে নতুন দফার আলোচনার পৃষ্ঠপোষকতা করছে।
একজন মিশরীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত হামাসের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ফিলিস্তিনি গোষ্ঠীটি যুদ্ধের অবসান এবং বন্দী বিনিময় চুক্তির লক্ষ্য নিয়ে আলোচনায় সম্মত হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এএফপির সঙ্গে কথা বলেছে দুই সূত্র।
মিশরীয় কর্মকর্তা বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ‘উভয় পক্ষ’কে কায়রো প্রয়োজনীয় নমনীয়তা প্রদর্শন করার আহ্বান জানাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চার মাসের যুদ্ধে প্রায় ২৮ হাজার মানুষ নিহত হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, মিশর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্র ও অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :