অবকাশ যাপনে জয়া-শিমু


Emu Akter প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন /
অবকাশ যাপনে জয়া-শিমু
নিউজটি শেয়ার করুন

দুই জনপ্রিয় শোবিজ তারকাকে এবার একসঙ্গে দেখা গেল। একজন দুই-বাংলার সিনেমা অঙ্গনের শ্রোতাপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান। অন্যজন মডেলিং ও দেশীয় নাটকের দর্শকপ্রিয় তারকা অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি কয়েকটি ছবি নিজের ফেসবুকের টাইমলাইনে পোস্ট করেছেন শিমু। যেখানে নির্জন সবুজ প্রকৃতির মাঝে তাঁর সঙ্গে সুন্দর সময় কাটাতে দেখা গেল জয়াকে। সকালের স্নিগ্ধতায় দুজনের হাসিমুখ দেখে উচ্ছ্বসিত শিমু-জয়ার ভক্তকুল। সবাই ধারণা করছেন, সুমাইয়া শিমুর স্মৃতিময় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবসর সময় কাটাচ্ছেন জয়া-শিমু দুজনে। প্রজাপতি উৎসব ছিল মূল উপলক্ষ।