রাজশাহী বনাম খুলনা; দুই একাদশেই পরিবর্তন


Emu Akter প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন /
রাজশাহী বনাম খুলনা; দুই একাদশেই পরিবর্তন
নিউজটি শেয়ার করুন

সিলেটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে খুলনা টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের ১৫তম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বেলা ২টায়। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামছে দুর্বার রাজশাহী। যেখানে একাদশে ফেরানো হয়েছে সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরি ও এসএম মেহেরবকে।

চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও খুলনার সঙ্গে দুজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে ব্যাটিংয়ে নেমেছে তারা। পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল।

অপরদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে খুলনা। চুক্তি শেষ হওয়ায় বিপিএল ছেড়ে গেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ। জিয়াউর রহমানকে সরিয়ে টপ অর্ডারে জায়গা দেয়া হয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসকে।

দুর্বার রাজশাহী : 
মোহাম্মদ হারিস, জিসান আলম, এনামুল হক, ইয়াসির আলী রাব্বি, রায়ান বার্ল, আকবর আলী, সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরি, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং এসএম মেহেরব।

খুলনা টাইগার্স : 
নাইম শেখ, ইমরুল কায়েস, উইলিয়াম বসিস্তো, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ এবং হাসান মাহমুদ।