লাইফস্টাইল ডেস্ক : করোনাভাইরাস নিয়ে তোলপাড় সারা বিশ্ব। এ সময় সামান্য সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথার সমস্যা হলে আমরা চিন্তাই পড়ে যাই। সন্দেহ হয় করোনা হয়নি তো।
মনে রাখবেন এ সময় আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারাও আক্রান্ত হতে পারেন।
চিকিৎসকদের মতে, সাধারণ জ্বর বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গের সঙ্গে করোনার উপসর্গ প্রায় এক হলেও খুব সূক্ষ্ম কিছু পার্থক্যের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ও করোনাকে আলাদা করা সম্ভব।
ইনফ্লুয়েঞ্জার উপসর্গ
১. এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে হালকা থেকে মাঝারি জ্বর ও গা ম্যাজম্যাজ ভাব দেখা দিতে পারে।
২. জ্বর সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায়।
৩. সামান্য সর্দি ভাব ও কখনও নাক দিয়ে পানি পড়ে।
৪. হাঁচি এবং হালকা কাশিও থাকত পারে।
৫. সারা গায়ে ব্যথা ও অসহ্য মাথার যন্ত্রণা হয়।
করোনা উপসর্গ
১. জ্বর, শুকনো কাশি, গলাব্যথা ও শারীরিক দুর্বলতা।
২. পা, হাত ও শরীরের অসহ্য যন্ত্রণা
৩. পেট খারাপ ও মাথার যন্ত্রণা।
৪. স্বাদ ও ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলা।
৫. ত্বকে ফুসকুড়ি দেখা দেয়া।
৬. পায়ের আঙুলে লালচেভাব ও বিবর্ণতা গুরুতর লক্ষণ।
৭. শ্বাসকষ্ট ও বুকে অসহ্য ব্যথা
করোনাভাইরাসের এসব উপসর্গ আক্রান্ত হওয়ার দিন থেকে মাত্র ৫ দিনের মাথায় দেখা দেয়। কখনও কখনও লক্ষণ দেখা দিতে ১৪ থেকে ২১ দিন পর্যন্তও সময় লাগে।
আজকালের কন্ঠ/এম
আপনার মতামত লিখুন :