ম্যাচ ফিক্সিংয়ে নাম, ১০০ কোটি টাকার মানহানি মামলা ধোনির


জাতীয় কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন /
ম্যাচ ফিক্সিংয়ে নাম, ১০০ কোটি টাকার মানহানি মামলা ধোনির
নিউজটি শেয়ার করুন

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়েছিলেন এক আইপিএস অফিসার। তাই তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এ ক্রিকেটার।

মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, আগামী ১৫ জুন ধোনির মামলার শুনানি হবে। তার অভিযোগ, আদালত অবমাননা করেছেন সেই আইপিএস অফিসার। মাদ্রাজ হাইকোর্টে শুধুমাত্র বৃহস্পতিবারই আদালত আবমাননার মামলার শুনানি হয়। সে কারণে ওই দিন মামলা উঠবে।

২০১৩ সালে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। তদন্তের পর চেন্নাই সুপার কিংসকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন তামিলনাড়ু ক্যাডারের আইপিএস অফিসার সম্পথ কুমার।

ধোনির অভিযোগ, সে সময় মামলা বিচারাধীন ছিল। তখন ধোনির নাম নিয়ে আদালত অবমাননা করেছিলেন সম্পথ। ইচ্ছা করেই তার নাম নেয়া হয়েছিল। এতে তার সম্মানহানি হয়েছে। তাই সম্পথের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি।

মামলা করার আগে তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেল আর শন্মুগসুন্দরমকে চিঠিতে সব কিছু জানিয়েছিলেন ধোনি। তিনি ধোনির আবেদন মেনে নিয়ে তাকে মামলা করার অনুমতি দিয়েছিলেন।

২০১৩-১৪ সালে আইপিএলে হঠাৎ করেই ম্যাচ ফিক্সিংর কথা জানা যায়। তাতে নাম জড়ায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। চেন্নাইয়ের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন ও তার জামাই গুরুনাথ মেইয়াপ্পান এবং রাজস্থানের মালিক রাজ কুন্দ্রার নাম উঠে আসে।