৭ ডিসে ২০২৫, রবি

বিল গেটসের চোখেও সুপারহিরো অমিতাভ বচ্চন

বিশেষ চরিত্রে ‘কিউ কি সাস ভি কাভি বহু থি-২’ সিরিয়ালে থাকছেন বিল গেটস; এই ঘোষণা শুনে অবাক হয়েছেন ভারতীয় দর্শকরা। একটি টিজারে সিরিয়ালের আইকনিক চরিত্র তুলসী ইরানির সঙ্গে বিল গেটসের আলাপচারিতার দৃশ্য মুহূর্তেই নেট দুনিয়ায় আলোড়ন তোলে। তবে আপনারা কি জানেন, অনেক আগেই বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে ‘বাস্তব জীবনের নায়ক’ উপাধি দিয়েছিলেন প্রযুক্তি দুনিয়ার ব্যক্তিত্ব বিল গেটস। অমিতাভ বচ্চন ভারতীয় সিনেমার কিংবদন্তি ব্যক্তিত্ব। ছোটপর্দা আর বড়পর্দা হোক; তাঁর উপস্থিতি সব খানেই আলোকিত করে। কয়েক দশক ধরে তিনি মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন। ২০১৮ সালে বচ্চনের লেখা একটি মতামত শেয়ার করেছিলেন বিল গেটস। ওই লেখায় অমিতাভ বচ্চন ভারতকে পোলিওমুক্ত হওয়ার যাত্রা তুলে ধরেছিলেন। পোস্টটিতে বিল গেটস প্রকাশ্যে অমিতাভ বচ্চনের প্রশংসা করেন। তিনি লিখেছিলেন, ‘বাস্তব জীবনের সুপারহিরোরা খুব কমই শিরোনামে আসেন। বলিউড অভিনেতা বচ্চন একজন আলোড়ন সৃষ্টিকারী মানুষ।’ তবে ‘পিকু’ অভিনেতা সব কৃতিত্ব নিজের হাতে নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *