৭ ডিসে ২০২৫, রবি

আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন ক্যাথরিন কনলি

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি। ৬৮ বছর বয়সী কনলি ভোটের ৬৩ শতাংশের বেশি পেয়ে মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী হেদার হামফ্রিসকে (ফাইন গেইল পার্টি) হারিয়েছেন। খবর দ্য আইরিশ টাইমসের

কনলি সহজে জিতলেও, রেকর্ড সংখ্যক বাতিল ভোট এবং ডানপন্থী প্রার্থীর না থাকার কারণে বিতর্ক হয়েছে। মোট ১.৬৫ মিলিয়ন ভোটের প্রায় ১৩ শতাংশ অবৈধ ছিল।

জয়ী হওয়ার পর কনলি বলেন, ‘আপনাদের সেবা করা আমার জন্য এক বিশাল সম্মান। যারা আমাকে ভোট দেননি বা ভোট বাতিল করেছেন, আমি সবার কথা শুনব এবং অন্তর্ভুক্তিমূলক প্রেসিডেন্ট হব।’

তিনি প্রতিশ্রুতি দেন শান্তির কণ্ঠস্বর হতে, নীতি নিরপেক্ষতা বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি তুলে ধরতে।

প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন কনলিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি প্রভাবশালী প্রচারণা চালানোর জন্য তাকে অভিনন্দন। আমি নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

সূত্র: দ্য আইরিশ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *