আইওএস ২৬-এ অ্যাপল নীরবে সাতটি নতুন আইফোন রিংটোন যুক্ত করেছে— যা কল, মেসেজ ও অন্যান্য নোটিফিকেশনে ব্যবহার করা যাবে।
২০১৭ সালে iPhone X-এর সঙ্গে আসা জনপ্রিয় “Reflection” রিংটোন এবার পাচ্ছে একাধিক নতুন ভ্যারিয়েন্ট। মূল সুরটা আগের মতোই থাকলেও নতুন ভার্সনগুলোতে এসেছে ভিন্ন ভিন্ন এনার্জি ও বিট।
নতুন Reflection ভ্যারিয়েন্টগুলো হলো :
• Buoyant
• Dreamer
• Pond
• Pop
• Reflected
• Surge
এগুলো খুঁজে পাবেন Settings ➝ Sound & Haptics ➝ Ringtone-এ।
“Reflection”-এর পাশে ছোট চেভরন (➤) চাপলেই নতুন ভ্যারিয়েন্টগুলো দেখা যাবে।
এসব নতুন ভার্সন মূল Reflection-এর সিগনেচার রিদম বজায় রেখেছে, তবে প্রত্যেকটির নিজস্ব চরিত্র ও বিট আছে। এগুলো রিংটোন এবং অ্যালার্ম সাউন্ড – দুইভাবেই ব্যবহার করা যাবে।
এর পাশাপাশি, একটি এক্সট্রা Easter Egg রিংটোন যোগ হয়েছে – নাম “Little Bird”। এটি Reflection-এর অংশ নয়, বরং একেবারেই আলাদা নতুন রিংটোন।
আইওএস ২৬ এখন সব সাপোর্টেড আইফোন মডেলে পাওয়া যাচ্ছে। আপডেট চেক করতে যান : Settings ➝ General ➝ Software Update ➝ Update Now।
Leave a Reply