৭ ডিসে ২০২৫, রবি

এবার ঐশ্বরিয়ার পথে হাঁটলেন শিল্পা শেঠি

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিতার স্বামী রাজ কুন্দ্রাকে গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় ভুগতে হচ্ছেপর্ণকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেনপরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠেসেই মামলা এখনো ঝুলে আছে আদালতে।

তবে এবার নিজের নাম, ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্টের অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি মুম্বাই হাইকোর্টে একটি মামলা করেছেন অভিনেত্রী। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম ও ছবি ব্যবহার করছে।

তিনি বলেন, শুধু পরিচিত সাইটই নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম ও ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান বলেন, দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার শিল্পা শেঠির মর্যাদা ও সুনামকে ক্ষুণ্ন করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন।

তিনি আরও বলেন, কারও পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।

উল্লেখ্য, এর আগেও অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার স্বামী অভিষেক বচ্চন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *