৭ ডিসে ২০২৫, রবি

কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা দিলো প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকরা

সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার থেকে শুরু হওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আগামী রবিবার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচিট স্থগিত থাকবে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদ।

এতে বলা হয়েছে, আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার  থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো। আগামী রবিবার হতে সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।

উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কমসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *