৭ ডিসে ২০২৫, রবি

কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, যা বললেন বাদশা

বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্বের কথা প্রায় সবারই জানাসম্প্রতি সঞ্চালিকা হিসাবে অভিনেত্রী টুইঙ্কেলের সঙ্গে যৌথভাবে নতুন যাত্রা শুরু করেছেন অভিনেত্রীটুইঙ্কেলও শাহরুখের প্রিয়।

দুই নায়িকার অনুষ্ঠানটু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। যেখানে বলিউডের অনেক অভিনেতা-পরিচালককে দেখা গেছে অতিথি হিসাবে। কিন্তু সেখানে দেখা যায়নি বলি বাদশাহ শাহরুখ খানকে? কেন নেই বাদশাহ? জানালেন কিং খান।

ভক্ত-অনুরাগী থেকে সিনেমাপ্রেমী দর্শকদের একাংশের প্রশ্ন ভালো বন্ধুত্ব হওয়ার পরও কেন অতিথি তালিকায় বাদশাহকে দেখা যায় না? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়।

তাকে প্রশ্ন করা হয়েছিল কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে কেন তাকে এখনো দেখা গেল না? একদিকে সিনেমার শুটিংয়ের ব্যস্ততা, সেই সঙ্গে কাঁধের ক্ষত সব মিলিয়ে সময় বার করতে পারেননি বলে জানিয়েছেন কিং খান।

শাহরুখ বলেন, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু কাজলকে জানিয়েছি কেন যেতে পারছি না। একদিকে শুটিং চলছে। অন্যদিকে আমার কাঁধের চোট। তাই যাওয়া সম্ভব হয়নি। যদি যেতাম, খালি ওই খাওয়াদাওয়ার জায়গাটা এড়িয়ে যেতাম।

তিনি বলেন, তবে যেহেতু যেতে পারছি না, তাই ওই অনুষ্ঠানের একটা পর্বও মিস করিনি। সব ক’টা দেখেছি। অভিনেতা আপাতত ব্যস্ত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে। প্রথম ঝলকেই নায়কের লুক মন জয় করে নিয়েছে দর্শকদের। এখন সিনেমাটি দেখার অপেক্ষায় দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *