ব্ল্যাক ফ্রাইডেকে সামনে রেখে চ্যাটজিপিটির শপিং সুবিধায় বড় আপডেট আনছে ওপেনএআই। কোম্পানিটি বলছে, এখন থেকে ‘শপিং রিসার্চ’ নামে নতুন একটি ফিচার আসতে শুরু করেছে। এটি বিভিন্ন পণ্য তুলনা করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
ফিচারটি চ্যাটজিপিটির সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত এমনকি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও প্রায় কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ওপেনএআই অ্যাকাউন্টে লগডইন থাকলে ‘+’ মেনু থেকে ‘শপিং রিসার্চ’ অপশনটি নির্বাচন করলেই এটি ব্যবহার করা যাবে। পাশাপাশি, শপিং সংশ্লিষ্ট কোনো প্রম্পট দিলে চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে সেই কাজে উপযোগী নতুন মডেলে চলে যাবে যেমন “ছোট অ্যাপার্টমেন্টের জন্য কম শব্দ করে এমন স্টিক ভ্যাকুয়াম খুঁজে দাও” এই ধরনের অনুরোধ সরাসরি নতুন শপিং মডেলেই করা যাবে।
কোনো পণ্য তুলনা করার পাশাপাশি ফিচারটি ব্যবহারকারীদের ডিল খুঁজে দিতে, উপহার বাছাইয়ে সাহায্য করতে এবং এমনকি একইরকম দেখতে পণ্যও খুঁজে দিতে পারে। উদাহরণ হিসেবে, একটি পোশাকের ছবি তুলে চ্যাটজিপিটিকে বলতে পারেন এর মতো কিন্তু ২৫০ ডলারের কম মূল্যের কোনো ড্রেস খুঁজে দাও।
ব্যবহারের সময় চ্যাটজিপিটি পরিষ্কারভাবে বোঝার জন্য বিভিন্ন প্রশ্ন করবে যাতে সুপারিশ আরও নির্দিষ্ট হয়। ‘চ্যাটজিপিটি পালস’ ব্যবহারকারীদের জন্য টুলটি আরও একধাপ এগিয়ে গিয়ে পূর্ববর্তী কথোপকথনের ভিত্তিতে ব্যক্তিগতকৃত কেনাকাটার গাইড কার্ডও তৈরি করবে। এই শপিং অ্যাসিস্ট্যান্টটি তৈরি হয়েছে জিপিটি ৫ মিনি-এর একটি বিশেষ সংস্করণ দিয়ে। এটি ব্যবসা সংক্রান্ত কাজে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য আলাদাভাবে প্রশিক্ষিত।
ওপেনএআই বলছে, মডেলটিকে নির্ভরযোগ্য সাইট পড়তে, বিশ্বস্ত সূত্র উল্লেখ করতে এবং বিভিন্ন উৎসের তথ্য একত্র করে উচ্চমানের প্রোডাক্ট রিসার্চ তৈরি করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে সাধারণ জিপিটি ৫ থিংকিং-এর মতো আরও শক্তিশালী মডেলের তুলনায়ও এটি পণ্যের নির্দিষ্ট ডেটা উল্লেখ করায় বেশি সঠিক হওয়া উচিত। তবে কোম্পানির সতর্কবার্তা বলছে ‘এটি পুরোপুরি নিখুঁত নয়’।
ওপেনএআই বলেছে, “শপিং রিসার্চ কখনও কখনও দাম বা প্রাপ্যতা সম্পর্কে ভুল তথ্য দিতে পারে। তাই সবচেয়ে সঠিক তথ্যের জন্য মার্চেন্ট সাইট দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি।” তবে ইলেকট্রনিকস, বিউটি ও হোম অ্যাপ্লায়েন্সের মতো যেসব ক্যাটেগরিতে বিস্তারিত স্পেসিফিকেশন থাকে সেখানে ফিচারটি সবচেয়ে ভালো ফল দেয়।
চ্যাটজিপিটির শপিং করার সক্ষমতা বাড়ানো আশ্চর্য নয়। এর আগেই ওপেনএআই চ্যাটবট থেকে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার অপশন যুক্ত করেছে। অপরদিকে, গুগলসহ অন্যান্য প্রতিযোগীরা সাম্প্রতিক সময়ে এআইভিত্তিক শপিং ফিচার বাড়াচ্ছে।

