কেরানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে রাজ্জাক (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ,
গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে ,
নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলাম ওরফে (রোবু )এর ছেলে ।
স্থানীয়দের অভিযোগ রাজ্জাকসহ তিন -চারজন রাত ৩টার দিকে স্থানীয় হবি হাওলাদারের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে স্বর্ণালকার নিতে চাইলে তাঁর চিৎকারে প্রথমে বাড়ির লোকজন এবং পরে গ্রামবাসী এসে ধাওয়া করে রাজ্জাককে আটক করে ,
পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয় ,
পুলিশ এসে পৌঁছানোর আগে রাজ্জাককে যেখানে মেরে ফেলে রাখা হয় ।
সেখানে বর্তমান বিএনপির আরেক উৎশৃখল নেতা মধুরচর গ্রামের মৃত মোজাফ্ফর মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩৭) স্পটে পৌঁছান কেউ কিছু বুঝে উঠার আগেই রাজ্জাকে আবার মারধর শুরু করেন বেধর মারধর করে আধমরা করে ফেলেন ।
কিছুক্ষন পর পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মৃত রাজ্জাক এবং আলামিন একই গ্ৰুপে থেকে গত ৫ অগাস্ট এর পর থেকে এলাকায় লুটপাট -চাঁদাবাজি , চুরি- ডাকাতি চালাত এবং পরে লুটপাটের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় , ঐ দ্বন্দ্বের জের ধরেই আলামিন তাকে মারধর করে ।
আরো জানা যায় , একই গ্রুপের সাথে জড়িত আছে বাদল শেখ ,সৈনিক শেখ ওরফে সইনা ,সিরাজ ওরফে সিরা ,ও সিরার ছেলে ।
আরো জানা যায় মৃত রাজ্জাক , বাদল শেখ বিএনপির সাবেক মন্ত্রী আমানউল্লা আমান এর আপন খালাতো ভাইয়ের ছেলে তারা আমানউল্লা আমান এর সম্পর্কে ভাতিজা ।
এবং সিরাজ ওরফে সিরা আমানউল্লা আমান এর আপন খালাতো বোনের ছেলে সম্পর্কে ভাগিনা মূলত এদের দাপটে এলাকার মানুষ আতঙ্কিত থাকে।

