৭ ডিসে ২০২৫, রবি

কোমা থেকে ক্যানসার, যেভাবে বারবার ঘুরে দাঁড়িয়েছেন আবুল হায়াত

কোমা থেকে ক্যানসার, যেভাবে বারবার ঘুরে দাঁড়িয়েছেন আবুল হায়াত

‘চিকিৎসক বললেন, আমার ক্যানসার হয়েছে। আমি জানতে পারলাম, আমি ক্যানসারের রোগী। হাসপাতাল থেকে বাসা পর্যন্ত আর কথা বলতে পারিনি।’ গত বছর নিজের আত্মজীবনী ‘রবি পথ’ প্রকাশ অনুষ্ঠানে কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন আবুল হায়াত। ২০২১ সালে ক্যানসার ধরা পড়ে এই বরেণ্য অভিনেতার। তবে চিকিৎসক, পরিবারের সহায়তা আর নিজের অদম্য মনোবলে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এখনো মাসের ১৫ দিন শুটিংয়ে ব্যস্ত থাকেন। চনমনে আবুল হায়াতকে দেখে কে বলবে তাঁর বয়স ৮১! আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে জন্ম। এরপর কাটিয়েছেন দীর্ঘ, বৈচিত্র্যময় এক জীবন। জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক আবুল হায়াতের ঘুরে দাঁড়ানোর গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *