৭ ডিসে ২০২৫, রবি

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ডেনিমেক লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ভূমিকম্পের সময় সাত তলা ভবনের ওই কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ফায়ার এলার্ম বাজালে কর্মরত শ্রমিকরা ফ্লোর থেকে নামার সময় পদদলিত হয়ে এবং ভয়ে অনেক শ্রমিক আহত হয়।

আহত শ্রমিকদের স্বজনরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা পঙ্গু হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইয়িদা আফরোজ ইমা জানান, এ পর্যন্ত ৭০ থেকে ৮০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে। তবে হাসপাতালে বেড স্বল্পতার কারণে আহতদের স্বজনরা তাদেরকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *