৭ ডিসে ২০২৫, রবি

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী “একটা চাদর হবে” খ্যাত জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক ঈসা খান দূরে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে নেওয়া হয়েছে। সেখানে মরদেহ গোসলসহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হবে। রিপোর্ট লেখা পর্যন্ত দাফন ও জানাজার বিস্তারিত জানা যায়নি।

১৯৯৭ সালে মুক্তি পায় জেনস সুমনের প্রথম একক অ্যালবাম “আশীর্বাদ”। তবে ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে “একটা চাদর হবে” গানটি পরিবেশন করে তিনি রাতারাতি তারকা বনে যান।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’। এই গানগুলো তাকে ব্যান্ডসঙ্গীত জগতে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *