নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউ এস এ ইঙ্ক এর সভাপতি উজ্জ্বল বিপুল এবং সাধারণ সম্পাদক গনেশ কীর্তনীয়া নির্বাচিত

গত ১৪ই সেপ্টেম্বর ২০২৫ইং, রবিবার বিকেল সাড়ে সাতটায় নবান্ন রেস্টুরেন্টে সকল কার্যকরী কমিটির সদস্য এবং উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউ এস এ ইঙ্ক এর নতুন কমিতি ঘোষণা করা হয় ।নতুন কমিটিতে উজ্জ্বল বিপুল পুনরায় সভাপতি এবং গনেশ কীর্তনীয়া সাধারণ সম্পাদক  নির্বাচিত হোন।

উপদেষ্টা মনসুর আলম, বদরুল ইসলাম খান বাদল , বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল ইসলাম , বাবুল দেওয়ান ,এম রহমান সাচ্চু ,  এস মিয়া তৌহিদ ,মোহাম্মদ মনির হোসেনু ,  মোঃ কাইয়ুম এবং আমিন মেহেদী বাবু।

সাবেক সাধারণ সম্পাদক আসাদ জামানের সঞ্চালনায় প্রথম পর্বে কোরআন থেকে তেলাওয়াত করেন আমিন মেহেদী বাবু এবং শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করেন বাবু গনেশ কীর্তনীয়া,

বিভিন্ন পর্যায়ের আলচনার পরে দ্বিতীয় পর্ব আমিন মেহেদী  বাবুর উপস্থাপনার মাধ্যমে প্রধান উপদেষ্টা মনসুর আলম কার্যকরী কমিটি কমিটি ঘোষণা মাধ্যমে পুনরায় উজ্জ্বল বিপুল সভাপতি এবং গনেশ কীর্তনীয়া সাধারণ সম্পাদক , শেখ আব্দুল মালেক সিনিয়র সহ সভাপত, সাংগঠনিক সম্পাদক ইসহাক মিয়া এবং কার্যকরী কমিটির প্রথম সদস্য গোলাম রিপন খান নির্বাচিত হয় ।

উপস্থিত সকল সদস্যবৃন্দ সমর্থন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *