৭ ডিসে ২০২৫, রবি

নিউয়র্ক এ মেয়র পদে জয়ী হলেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সমাজতন্ত্রী জোহরান মামদানি। সিএনএন নিশ্চিত করেছে, তিনি মেয়র পদে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি হবেন নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র।

মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। কুমো আগে ডেমোক্রেটিক প্রাইমারিতেও মামদানির কাছে হেরেছিলেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ধারা আরও জোরদার হলো। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তিনি বিজয়ী হলে তা নিউইয়র্কের জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন। কিন্তু মামদানির জয় প্রমাণ করল, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি এখনও ভোটে প্রভাব ফেলতে পারে।

নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্কবাসীর জন্য ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন। এই কর্মসূচিগুলো অর্থায়নের জন্য তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছিলেন।

এক বছর আগে অল্প পরিচিত অবস্থায় মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি। কিন্তু শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও তার ব্যক্তিত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।

এই জয় নিউইয়র্ক সিটির ইতিহাসে এক মাইলফলক—কারণ মামদানি হচ্ছেন শহরটির প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র এবং আধুনিক কালে অন্যতম কনিষ্ঠ মেয়র। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *