৭ ডিসে ২০২৫, রবি

পায়ে আঘাত নিয়েই শুটিংয়ে ফিরলেন শ্রদ্ধা কাপুর

দুইদিন আগেই ‘ঈথা’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এরপর শুটিং বন্ধ রাখতে হয়। চিকিৎসকের শরণাপন্ন হলে অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তবে চোট নিয়ে আবারও শুটিংয়ে ফিরলেন নায়িকা।

রবিবার সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান শ্রদ্ধা। তখনই কথা প্রসঙ্গে জানান, কেমন আছেন তিনি। কী হয়েছে তার।

অভিনেত্রীর কথায়, “ভালো আছি। পা ভাঙেনি। পেশিতে গুরুতর চোট পেয়েছি। চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আশা করি, সকলের শুভেচ্ছায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”

কী করে দুর্ঘটনা ঘটল? সে প্রসঙ্গেও জানিয়েছেন নায়িকা। ‘ঈথা’ ছবির শুটিংয়ে গানের দৃশ্য ক্যামেরাবন্দি হচ্ছিল। অজয়-অতুলের সুর দেওয়া গানে লাবণী নাচের প্রয়োজনে ভারী গয়না, পোশাকে সেজেছিলেন নায়িকা। দ্রুত লয়ের গানের সঙ্গে নাচতে নাচতে হঠাৎই ভারসাম্য হারান। শরীরের ভার পড়ে তাঁর বাঁ পায়ের উপরে। সঙ্গে সঙ্গে মেঝেয় পড়ে যান শ্রদ্ধা। বাঁ পায়ে জোরে আঘাত লাগে। পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। খবর ছড়িয়ে পড়ে, পা ভেঙে গেছে তার।

এদিকে প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরেই নায়িকার শারীরিক অবস্থার কথা ভেবে নাসিকের শুটিং বাতিল করে দেন পরিচালক লক্ষ্মণ উটেকর। কিন্তু শ্রদ্ধা সকলের কথা ভেবে শুটিং জারি রাখার অনুরোধ জানান।

তিনি এও অনুরোধ জানান, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে পারবেন। তিনিও চুপচাপ বসে থাকতে চাইছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *