বন্যায় নাইজারে ৪৭ জনের মৃত্যু, গৃহহীন হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ

নাইজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে এবং গৃহহীন হয়ে পড়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বুধবার দেশটির সিভিল প্রোটেকশন অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৩৩৯টি গ্রাম ও মহল্লার ৭ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে চাপা পড়ে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারান। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ জন এবং মারা গেছে শত শত গবাদিপশু।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য ও জরুরি সহায়তা বিতরণ শুরু করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি। এ কাজে সরকার প্রায় ১২ বিলিয়ন সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা এখন অন্যতম ধ্বংসাত্মক রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকা মহাদেশে এর প্রভাব আরও তীব্র আকারে দেখা দিচ্ছে। কেবল ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে প্রায় দেড় মিলিয়ন মানুষ ভয়াবহ বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *