৭ ডিসে ২০২৫, রবি

ভারতে গত দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ

চলতি মৌসুমে বাজারে সরবরাহ কম থাকায় ভারতে ইলিশ রপ্তানি গত বছরের তুলনায় অনেকটা কম হয়েছে। সরকার অনুমোদিত ১,২০০ মেট্রিক টনের মধ্যে গত দু’দিনে (বুধবার ও বৃহস্পতিবার) ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে বুধবার ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন।

মৎস্য কোয়ারেন্টিনের তথ্য অনুযায়ী, গত বছর প্রথম দু’দিনেই ২৮৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। এ বছর সরবরাহ কম থাকায় সর্বোচ্চ ৩-৪ শত টনের বেশি রপ্তানি সম্ভব হবে না বলে ধারণা করছেন রপ্তানিকারকরা।

বেনাপোলের সততা ফিশ কোম্পানির স্বত্বাধিকারী রেজা জানান, বাজারে ইলিশের সরবরাহ কম এবং দাম বেশি থাকায় সরকার নির্ধারিত পুরো পরিমাণ রপ্তানি সম্ভব হবে না।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি চালান স্বাস্থ্য পরীক্ষা ও মান নিয়ন্ত্রণ শেষে ছাড় দেওয়া হচ্ছে। ফলে অনুমোদিত পরিমাণের তুলনায় কম রপ্তানি হলেও মানসম্পন্ন ইলিশ ভারতে যাচ্ছে।

এর আগে গত বছর বাণিজ্য মন্ত্রণালয় ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টন রপ্তানির অনুমতি দিলেও বেনাপোল ও আখাউড়া দিয়ে সব মিলিয়ে রপ্তানি হয়েছিল প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই গিয়েছিল ৫৩২.৩ মেট্রিক টন।

স্থানীয় রপ্তানিকারক সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুর্গাপূজা ও আসন্ন উৎসব ঘিরে ইলিশের চাহিদা বেশি। সরবরাহ সীমিত হলেও চাহিদা মেটাতে তারা কার্যক্রম সচল রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *