সড়ক দুর্ঘটনায় স্বামি ও স্ত্রীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরি (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ এলাকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রাবণীর। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী সঞ্জয় মন্ডল (২৬)। আহত অবস্থায় স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হলে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুরি। তিনি বলেন, রাতে ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে মধুখালীর বাড়িতে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলেই শ্রাবণী ভাদুরির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে সঞ্জয়ের মৃত্যু হয়।

পুলিশ ও পথচারীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। টেকনিক্যাল স্কুলের সামনে বেশ কয়েকটি স্পিড ব্রেকার রয়েছে। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় ছিটকে পড়েন। এরপর পেছন থেকে আসা দ্রুত গতির কোন গাড়ি তাদের চাপা দেয়।

শুক্রবার আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম শেখ বলেন, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ শ্রাবণী ভাদুরির মৃত্যু হয়। সকালে জানতে পেরেছি তার স্বামী সঞ্জয় মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *