বর্তমানে অনেকেই স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। চলুন, জেনে নিই এই দুইটি অসুখের পার্থক্য। যাতে আপনার মনের বিভ্রান্তি দূর হয়।
হার্ট অ্যাটাক কী?
হার্ট অ্যাটাক হল হৃদপিণ্ডের একটি বিপজ্জনক অসুখ। আমাদের শরীরের মতোই, হার্টকেও কাজ করার জন্য অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন হয়। এই রক্ত হার্টে পৌঁছায় ধমনীর মাধ্যমে। কিন্তু অনেক সময়, এই রক্তনালীগুলিতে ক্ষতিকর উপাদান জমে গিয়ে তা প্লাকের আকার নেয়, যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে হার্টের পেশি কাজ বন্ধ করে দেয় এবং এই অবস্থাকেই বলা হয় হার্ট অ্যাটাক। এটি একটি জরুরি অবস্থা, যেখানে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। সাধারণত, হার্ট অ্যাটাকের লক্ষণ হল বুকে ব্যথা, চাপ লাগা, শ্বাসকষ্ট বা মাথা ঘোরানো।
স্ট্রোক কী?
স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এটি ঘটে যখন মস্তিষ্কের কোনও রক্তনালী ব্লক হয়ে যায় বা ছিঁড়ে যায়, যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ব্লক হওয়ার ফলে মস্তিষ্কের কোষ দ্রুত মারা যায়, এবং এটি ইস্কেমিক স্ট্রোক নামে পরিচিত। আবার, যদি রক্তনালী ছিঁড়ে যায়, তাকে হেমারেজিক স্ট্রোক বলা হয়। স্ট্রোকের লক্ষণগুলো বেশ কিছুটা ভিন্ন। যেমন, শরীরের ভারসাম্য হারানো, কথা জড়িয়ে যাওয়া, মাথা ঘোরা, চোখে সমস্যা বা শরীরের একপাশ প্যারালাইজড হয়ে যাওয়া। স্ট্রোকও একটি জরুরি অবস্থা এবং এতে দ্রুত হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়।

