৭ ডিসে ২০২৫, রবি

৩০০০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির মধ্যে ই-কমার্স এবং টেক জায়ান্ট অ্যামাজন হাজার হাজার অফিস কর্মী ছাঁটাই করবে। আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এক কঠোর পদক্ষেপে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই হবে বলে ধারণা। একাধিক সংবাদমাধ্যমে এই খবর বলা হয়েছে বলে এএফপি জানিয়েছে।

খরচ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ছাঁটাই অ্যামাজনের প্রায় ৩ লাখ ৫০ হাজার অফিস কর্মীর প্রায় ১০ শতাংশকে প্রভাবিত করবে। তবে কম্পানির এই ছাঁটাই ১৫ লাখের বেশি কর্মীর মধ্যে বিতরণ এবং গুদাম কর্মীদের ওপর প্রভাব ফেলবে না।

ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যমের নামহীন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে এএফপির প্রশ্নের উত্তর দেয়নি সিয়াটল ভিত্তিক অ্যামাজন। সম্ভাব্য খরচ কমানোর পদক্ষেপের কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক লেনদেনের দিনটি অ্যামাজনের শেয়ার কিছুটা বেড়েছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি কর্মক্ষেত্রের কার্যক্রমকে সহজতর করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনার প্রশংসা করেছেন। অনলাইনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অফিসগুলোকে আরো দক্ষ করে তুলছে এআই।

জ্যাসি অ্যামাজনের শেষ ত্রৈমাসিক আয়ের আহ্বানের সময় বলেছিলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, কৃত্তিম বুদ্ধিমত্তা প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা বদলে দেবে, যা এখন বাস্তবায়িত হতে যাচ্ছে।’

অ্যামাজন পরবর্তী অর্থাৎ বৃহস্পতিবার আয়ের প্রতিবেদন প্রকাশ করবে এবং এটি সেই প্রযুক্তি জায়ান্টদের মধ্যে অন্যতম, যাদের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিনিয়োগের ফলাফল দেখানোর চাপের মুখে রয়েছে।

ই-মার্কেটারের প্রধান বিশ্লেষক স্কাই ক্যানাভস অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড কম্পিউটিং ইউনিটের কথা উল্লেখ করে বলেছেন, ‘অ্যামাজন ওয়েব সার্ভিস (এডাব্লিউএস) বিশাল আকালে এআই-তে বিনিয়োগের কারণে আয় বাড়ানো এবং মুনাফা বাড়ানোর চাপে থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *