ঠাকুরগাঁয়ে জিনের বাদশা সেজে নকল সোনার পুতুল বিক্রি, আটক ৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে জিনের বাদশা সেজে নকল সোনার পুতুল বিক্রির অভিযোগে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৬) ও শফিক আল মামুন (৪০), নীলফামারীর ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া (৩৮), ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন (২৮) এবং একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে এছাব্বর আলী (৩৫)।

পুলিশ জানায়, আটকদের কাছ থেকে পিতলের ছোট পুতুল, একটি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা নকল পুতুলকে সোনার পুতুল হিসেবে চালিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, ‘আটকরা নিজেদের জিনের বাদশা পরিচয়ে প্রতারণা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *