৭ ডিসে ২০২৫, রবি

বাগেরহাটের ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা রেল লাইনের ফকিরহাট উপজেলার ভট্রখামার এলাকার ১৮ নম্বর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের বাসিন্দা।

মোংলা স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ নম্বর রেল সেতুর পাশে নিয়াম মিনাসহ চারজন লোক দাড়িয়ে ছিলেন। ট্রেন আসলে তিনজন পাশে নেমে যায়। আর নিয়াম দৌড়ে সেতু পার হওয়ার চেষ্টা করছিলেন। আগেই ট্রেনের নিচে পড়ে যায় তিনি। এতে ঘটনাস্থলেই নিয়ামের মৃত্যু হয়।

আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিয়ামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্টেশন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *