৭ ডিসে ২০২৫, রবি

স্বপ্নের বাড়িতে উঠছেন রণবীর-আলিয়া

প্রায় দুই বছর ধরে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীপাবলির দিনেই গৃহপ্রবেশ করার কথা তাদের। নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে বেশ কিছু অতিথি আপ্যায়ন করবেন তারা। কিন্তু অনুষ্ঠানের আগেই একাধিক সতর্কবার্তা দিয়েছেন তারকাদম্পতি।

মুম্বাইয়ের পালি হিল এলাকায় রণবীর-আলিয়ার ছয়তলা বাড়ি ইতিমধ্যেই নজির গড়েছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি দেশের আর কোনও তারকার নেই, এমনটাই জানা গেছে।

এমনকি, শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’কেও ছাপিয়ে গেছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান। বাড়িটির দাম এই মুহূর্তে ২৫০ কোটি টাকা বলে জানা গেছে। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কাপূর ও কৃষ্ণা রাজ কাপূরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা।

সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে এসেছে। বাড়ির অন্দরের ছবি তারকাদম্পতির অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছিল সামাজিক মাধ্যমে। তাতেই বেশ বিরক্ত হন আলিয়া।

তাই নিমন্ত্রণপত্রে তারকাদম্পতি লেখেন, ‘‘দীপাবলির সময় আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সকলকে অনেক ধন্যবাদ এভাবে আমাদের সহযোগিতা করার জন্য। আশা করছি, আগামী দিনে আমরা আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হব। সকলকে ভালবাসা ও শুভেচ্ছা।’’

সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *