৭ ডিসে ২০২৫, রবি

শিক্ষকদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তাঁরা।

এর আগে গতকাল সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর দুপুরের দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়। সেখান থেকে পাঁচজন শিক্ষক শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন, আমাদের এমপিওভুক্তির ব্যাপারে বরাদ্দ আছে। আমাদের কাজ চলমান। তবে এ জন্য আমাদের কিছুটা সময় দিতে হবে। আমরা বলেছি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব  না। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’ কাজী মোখলেছুর রহমান আরো বলেন, ‘আগামী রবিবার পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে আমরা প্রজ্ঞাপন না পেলে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

বিক্ষোভ মিছিলে শিক্ষকরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা আছে ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ি শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই’।

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। গতকাল সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংহতি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *